SOHOJ-APPBy Sumon

পারদর্শিতা ও আচরণিক সূচকের ছক এবং ষান্মাসিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট তৈরি

নতুন শিক্ষাক্রমের আলোকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে পাঠদান কার্যক্রম চলছে। নতুন এই কারিকুলামের সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু কার্যকলাপ। পূর্বের ফলাফল প্রদান পদ্ধতির পরিবর্তে সংযোজিত হয়েছে মূল্যায়ন পদ্ধতি। আর এই পদ্ধতিতে একজন শিক্ষার্থীকে যথাযথভাবে মূল্যায়ন করতে হলে কিছু আনুষঙ্গিক প্রস্তুতির প্রয়োজন। এক্ষেত্রে প্রত্যেক শিক্ষককে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক যোগ্যতা অর্জনের মূল্যায়ন নিশ্চিতকল্পে পারদর্শিতার সূচক এবং আচরণিক সূচক সংক্রান্ত ছক পূর্বে থেকে প্রস্তুত রাখতে হবে। SOHOJ APP সাইটে আপনারা পারদর্শিতার সূচক (PI) এবং আচরণিক সূচক (BI) সংক্রান্ত ছক অতি সহজে ডায়নামিকভাবে তৈরি করতে পারবেন। একইসাথে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীদের জন্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্টও মুহূর্তেই তৈরি করতে পারবেন। আর এই সকল সুবিধা পাবেন একদম বিনামূল্যে। বুঝতে সমস্যা হলে মেনুবার থেকে টিউটোরিয়াল মেনুতে ক্লিক করে প্রদর্শিত পেইজের নিচ থেকে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন।

NCF_assessment_sheet

নতুন শিক্ষা কারিকুলাম সংক্রান্ত টুলস

নিচের তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী বাটনে ক্লিক করুন


৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ষান্মাসিক ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট তৈরি করতে নিচের শ্রেণিভিত্তিক বাটন থেকে প্রয়োজনীয়টিতে ক্লিক করুন। প্রিন্টিং মার্জিন ঠিক রাখতে Print করার পূর্বে Save as PDF অপশনে গিয়ে পিডিএফ আকারে সেভ করুন। তারপর প্রিন্ট করুন।

6 HY Transcript 7 HY Transcript 6 Annual Transcript 7 Annual Transcript

উপরের টুলসগুলোর ব্যবহারিক সুবিধা পেতে নিচের বিষয়সমূহ জানা প্রয়োজন। তাতে কাজ অত্যন্ত সহজ হবে-

  • - বেসিক ইন্টারনেট ব্রাউজিং।
  • - মাইক্রোসফট এক্সেলের একেবারে বেসিক ব্যবহার জানা।
  • - প্রিন্ট করা।
  • - ফাইল সেইভ এবং ডাউনলোড করা।
  • - বাংলাতে না হলেও অবশ্যই ইংরেজিতে টাইপিং জানা।
  • # অন্যান্য সহকর্মীদের এই অ্যাপ সম্পর্কে অবহিত করা।
banner



|| Follow & Share

|| Find Me here

|| Mobile Apk

Download App
© SOHOJ APP 2023-2024