SOHOJ-APPBy Sumon

ডায়নামিকভাবে শিখনকালীন মূল্যায়ন শিট এবং ষান্মাসিক ট্রান্সক্রিপ্ট তৈরির জন্য Excel ফাইল তৈরির পদ্ধতি

sohojapp.com-demoExcel.gif
NCF (National Curriculum Framework) তথা নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষাক্ষেত্রে ব্যাপক সময়োপযোগী পরিবর্তন আনয়ন করা হয়েছে। সে লক্ষ্যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় চলতি বছর অর্থাৎ ২০২৩ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদেরকে নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক প্রদান করা হয়েছে। দেশব্যাপী শিক্ষকদের প্রদান করা হয়েছে পাঠদান সংক্রান্ত প্রশিক্ষণ। তবে এ কারিকুলাম সংক্রান্ত যাবতীয় পদ্ধতিসহ প্রচলিত শিখন-শিক্ষণ কার্যক্রম থেকে সম্পূর্ণ আলাদা হওয়ায় ফলাফল তৈরিতে শিক্ষকদের মাঝে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। যদিও শিক্ষকদের যাবতীয় প্রয়োজন অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ফলাফল তৈরিসহ সমস্ত ফরমেট ও ছক সরবরাহ করেছে। কিন্তু এগুলোর সবটাই ম্যানুয়াল। ফরমেট সম্বলিত ছকগুলোর বেশি কিছু ফটোকপি ও প্রিন্ট কপি শিক্ষকদের সাথে থাকাটা বাঞ্ছনীয়। আর বিপত্তি ঘটেছে সেখানেই। সময়মত যদি ফরমেট খুঁজে না পাওয়া যায় কিংবা হারিয়ে যায় অথবা তৈরি করতে ঝামেলা পোহাতে হয়, তাহলে তা শিক্ষকদের জন্য এক প্রকার ভোগান্তিরই কারণ হয়ে দাঁড়াবে। তাছাড়া সব শিক্ষক যে এই মূল্যায়ন সংক্রান্ত ছকটি চট করে হাতে তৈরি করতে ফেলতে পারবে তাও না। আবার অনেক শিক্ষক ম্যানুয়ালি মূল্যায়ন শিট তৈরি করে তথ্য সংরক্ষণ করতে গেলে তা হবে তাদের জন্য এক প্রকার বিড়ম্বনা ও অত্যন্ত সময় সাপেক্ষ বিষয়। অন্যদিকে, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ তৈরির প্রথম ও প্রধান মাধ্যম হলো প্রযুক্তি। বিশেষ করে, ফলাফল বা মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট তৈরির বিষয়টিকে যদি প্রযুক্তির মাধ্যমে সহজ করে ফেলা যায় তবে তা হবে অত্যন্ত সহজ ও আনন্দদায়ক কাজ। আর তাই সহজ অ্যাপ ওয়েবসাইটটি শিক্ষকদের ভোগান্তি কমাতে এবং দৈনন্দিন কাজকে উপভোগ্য, চিন্তাহীন ও সহজ করতে শিখনকালীন মূল্যায়ন ছক তৈরির এই অ্যাপটি তৈরি করেছে। এই অ্যাপ ব্যবহার করে ডায়নামিকভাবে পূরণকৃত অথবা খালি ছক তৈরি করা যাবে মাত্র দুই এক মিনিটের মধ্যেই। পূরণকৃত ছক তৈরিতে প্রয়োজন একটি অতি সহজে প্রস্তুতকৃত একটি এক্সেল ফাইল। যেটি তৈরির পদ্ধতি নিম্নরূপ:

banner

নিচের বাটনে ক্লিক করে প্রয়োজনীয় ভিডিও টিউটোরিয়ালগুলো একটু মনোযোগ দিয়ে দেখুন। খুবই সহজ। আপনিও পারবেন।








লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করে ডেমো বেতন আদায়ের অ্যাপটি ব্যবহার করে দেখুন: https://wpsumon.liveblog365.com

সিম্পল এবং যে কারো পক্ষে ব্যবহার উপযোগী অ্যাপ। কোন প্রকার ডেটাবেজ সেটআপের ঝামেলা ছাড়াই মাত্র ৫মিনিটের সেটআপে অনলাইন কিংবা অফলাইনে ব্যবহার করতে পারবেন।
প্রয়োজন হলে নির্দিষ্ট মূল্যে অ্যাপটি পেতে মেইল করুন




|| Follow & Share

|| Find Me here

|| Mobile Apk

Download App
© SOHOJ APP 2023-2024